ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা, আঘাত হানবে কোথায়?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ আগস্ট ৩১, ০১:০২ অপরাহ্ন

উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় অসনায় রূপ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (আইএমডি) বরাতে  হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

 শনিবার (৩১ আগস্ট) আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি এখন গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে। বর্তমানে ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে ‘আসনা’।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এ ছাড়া কর্ণাটকে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে,  ঘূর্ণিঝড় আসনা ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে। এর পর এটি উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে।

ধেয়ে আসতে থাকা ঘূর্নিঝড়টির নাম দেয়া হয়েছে আসনা। পাকিস্তান রেখেছে এই নামটি। ভারতের আবহাওয়াবিদরা বলছেন, বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল।

সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না। ১৮৯১-২০২৩ সালের মধ্যে আরব সাগরে মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework